1. live@www.sangbadeisamay.com : news online : news online
  2. info@www.sangbadeisamay.com : সংবাদ এই সময় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ ডাক্তার সংকট। খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ জন শিক্ষার্থী সহ ৬ জন এখনও উদ্ধার হয়নি, সেনা অভিযান চলছে আপনি আপনি আসিবে যদি থাকে নসিবে, জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান: তারেক রহমান পহেলা বৈশাখের শুভেচ্ছা দেশবাসীকে প্রধান উপদেষ্টার খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈসু উৎসব শুরু সপ্তাহব্যাপী মারমাদের প্রাণের উৎসব ‘সাংগ্রাই’ শুরু চাঁটগাইয়া বিয়ে মানেই কি মহা ধুমধামে আয়োজন? না আর কিছু বাংলাদেশের বড় কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম পাগলা মসজিদের দানবাক্সে ৯ কোটি ১৭ লাখ টাকার রেকর্ড

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈসু উৎসব শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সুজন

খাগড়াছড়িতে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ আজ (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে। গঙ্গা পূজা এবং নারীদের ঐতিহ্যবাহী কাপড় রিনাই-রিসা নদীতে ভাসিয়ে উৎসবের সূচনা করেন ত্রিপুরারা।

খাগড়াছড়ির বিভিন্ন ছড়া-খালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করেন নারী-পুরুষরা। দলবদ্ধ হয়ে রঙিন পোশাকে নানা বয়সের ত্রিপুরা মানুষ এই আয়োজনে অংশ নেন। বৈসু উৎসব তিন দিনব্যাপী উদ্‌যাপন করা হয়, যা হারি বৈসু, বৈসুমা এবং বিসি কাতাল নামে পরিচিত।

উৎসবের প্রথম দিন গঙ্গা পূজা দিয়ে শুরু হয়, এরপর পরিবারের পক্ষে সাধ্যানুযায়ী পাজনসহ বিভিন্ন খাবার রান্না করা হয়। গ্রামজুড়ে চলে গরয়া নৃত্য পরিবেশনা ও অতিথি আপ্যায়ন। বছর শেষ দিনে নিরামিষ খাওয়া হলেও পরদিন থেকে আমিষসহ নানা আয়োজন থাকে।

উৎসবে অংশ নেওয়া স্মৃতি ত্রিপুরা বলেন, “ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু। গঙ্গা দেবীর পূজা দিয়ে আমরা উৎসব শুরু করি, বড়দের প্রণাম করি, আত্মীয়-পরিজনের বাড়ি বেড়াতে যাই।”
অন্যজন সাগরিকা ত্রিপুরা বলেন, “আজ গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করেছি যেন আগামী বছর সবার মঙ্গল হয়।”
মিনু ত্রিপুরা জানান, “নতুন কাপড় তৈরি করে নদীতে ভাসিয়ে দেবীর আশীর্বাদ কামনা করি, যাতে ভালো ফুলের নকশা তৈরি করতে পারি।”

জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা জানান, “এবার খাগড়াছড়িতে বর্ণাঢ্যভাবে বৈসাবি উৎসব পালিত হচ্ছে। সবাই ভয়ভীতিহীনভাবে উৎসব করছে।”

এদিকে, একইদিন চলছে চাকমা সম্প্রদায়ের বিঝু উৎসবের দ্বিতীয় দিন ‘মূল বিঝু’, যেখানে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন করা হচ্ছে। পাজনসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকছে প্রতিটি বাড়িতে।

আগামীকাল শুরু হবে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ ‘জলকেলি’ বা পানি খেলা, যা খাগড়াছড়িতে বসন্ত উৎসবের সবচেয়ে রঙিন ও প্রাণবন্ত পর্ব হিসেবে পরিচিত।

এইভাবে খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে বসন্তকে কেন্দ্র করে একে একে উদযাপিত হচ্ছে তিন সম্প্রদায়ের তিন রঙিন উৎসব—বৈসু, বিঝু এবং সাংগ্রাই, যা একত্রে পরিচিত ‘বৈসাবি উৎসব’ নামে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত