বিনোদন প্রতিবেদক
সিমরিন লুবাবা। ছবি : ফেসবুক থেকে নেওয়া
কয়েক মাস আগে শিশুশিল্পী সিমরিন লুবাবা দেখা করতে গিয়েছিল তৎকালীন ডিএমপির সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে। তারপর গণমাধ্যমে দিয়েছিল এক সাক্ষাৎকার। এ সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করে সে। এর পর থেকে ফেসবুকে ব্যাপকভাবে ট্রল হতে থাকে লুবাবা।
অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন।
পরে ছাত্র-জনতার আন্দোলনে নেতিবাচক ভূমিকার কারণে তুমুল সমালোচিত হন হারুন। পুরনো ভিডিও সামনে এনে আবারও ট্রলের শিকার হয় লুবাবা। এমনকি দেয়ালে দেয়ালে পুলিশের সেই কর্মকর্তা হারুনকে কটাক্ষ করতে ‘হাউন আংকেল’ নিয়ে লেখা হয় নানা মুখরোচক স্লোগান!
তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছে সিমরিন লুবাবা।
সেখানে লুবাবা সবাইকে ‘হাউন আংকেল’ কমেন্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি।’
লুবাবা তার পোস্টে লিখেছে, ‘আসুন, আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই।’
সে আরো লেখে, ‘আমি শুনছি এবং আজকে ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছেন, দেখো মানুষ কত মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই।
সবখানে পানি, এই লাশগুলো নিয়ে কোথায় যাবে? এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না।’
এই শিশুশিল্পী আরো লেখে, ‘ছোট ছোট বাচ্চা আমার মতো বয়সী এরা আজকে কতটা অসহায়। আসুন, আমাদের মতো বাচ্চারা যারা আছে তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা, পশুপাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি। আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব, কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে।’
লুবাবা সর্বশেষে বলছে, ‘আসুন, আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই।
আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’