নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে উপজেলা আটটি ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।
গত ৫ ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে দেশের বিভিন্ন জায়গায় দোকান পাটে হামলা ভাংচুর ও ডাকাতি শুরু করে দুর্বৃত্তরা। তারই ধারাবাহিকতায় কলমাকান্দায় বিএনপির নাম দিয়ে যাতে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় উপজেলায় মাইকিং করছে বিএনপির নেতৃবৃন্দ।
সেইসাথে হিন্দু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ধর্মীয় প্রতিষ্ঠানে পাহাড়া দিচ্ছে তারা।
এবিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নেতা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন,এই দেশ আমাদের সকলের, তাই সবারই আইনের প্রতি শ্রদ্দাশীল থেকে দেশ গড়তে হবে যেন সবাই মিলে শান্তিতে বাস করতে পারি যা গত ১৫ বছর ছিল না।